Friday 13 August 2010

বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে জামায়াতকে রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম



ঢাকা, ১৩ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে জামায়াতকে রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেছেন, ‘বিএনপি ও জামায়াত ঘাতক দল। তারা এক ও অভিন্ন।’

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে শোক দিবস উপলক্ষ্যে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদ আয়োজিত ’৭২- এর সংবিধান প্রবর্তন করো: যুদ্ধাপরাধী ঘাতকদের ফাঁসি চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে জিয়াউর রহমানের বাকি রেখে যাওয়া কাজ সম্পন্ন করছেন খালেদা জিয়া। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মন্ত্রিসভায় যুদ্ধাপরাধী ছিল বলেও অভিযোগ তার।

তিনি বলেন, ‘লক্ষ করলে দেখবেন যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের মধ্যে জামায়াতপন্থি রয়েছেন পাঁচজন, বাকি পঁচিশজনই বিএনপিপন্থী।’

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে ‘মূল নায়ক’ হিসাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মামলার প্রক্রিয়া শুরুর আগেই জিয়া মৃত্যুবরণ করেন, তাই তাকে আসামি করা যায়নি। যেমন আসামি করা যায়নি মোশতাককেও।’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা একটি স্বচ্ছ বিচার করতে চাই। আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে চাই। কোন প্রশ্নবিদ্ধ বিচার আমরা করতে দেব না।’

যুদ্ধাপরাধের বিচারের নামে কোন রাজনৈতিক ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না বলেও জানান কামরুল। তিনি বলেন, যাদের বিচার করা হবে তারা প্রকৃত যুদ্ধাপরাধী।

মুক্তিযোদ্ধা কল্যাণ কেন্দ্রের চেয়ারম্যান কবি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের চেয়ারপারসন মিলি রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের মীর হোসাইন আক্তার, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম প্রমুখ।
http://rtnn.net/details.php?id=26817&p=1&s=3

Thursday 22 July 2010

যাদের চেহারা কুৎসিত তারাই ধর্মের নামাবলী গায়ে দিয়ে তাদের কুৎসিত চেহারা ঢেকে রাখতে চায়।" - ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী



"ছোটবেলায় খুব কম দেখেছি বোরকা পরা মহিলা - এখন বেশী দেখি। মেয়েদের আরো ফ্রী চলাফেরা করা উচিৎ। তারা কেন নিজেদের ঢেকে রাখবে? গ্রামে গঞ্জে এদের বিচরন বেড়ে গেছে। যাদের চেহারা কুৎসিত তারাই ধর্মের নামাবলী গায়ে দিয়ে তাদের কুৎসিত চেহারা ঢেকে রাখতে চায়।"
- বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী।

Thursday 15 July 2010

Unlawful arrest of BJI leaders



Jamaat-e-Islami assistant secretaries-generals Abdul Quader Molla and Mohammad Kamaruzzaman were produced before the magistrate's court on Wednesday 14 July 2010

Saturday 3 July 2010

মীর্জা আব্বাসকে গ্রেফতার । বাড়িতে ঢুকে, নির্দয়ভাবে পিটিয়েছে নারীপুরুষ নির্বিশেষে | নিস্তার মেলেনি মীর্জা আব্বাসের বৃদ্ধা মায়েরও



হরতালে সকালেই গ্রেফতার করা হয় মীর্জা আব্বাসকে। কিন্তু ওরা তাকে গ্রেফতার করেই ক্ষ্যান্ত হয়নি, আক্রমন করেছে বাড়িতে ঢুকে, নির্দয়ভাবে পিটিয়েছে নারীপুরুষ নির্বিশেষে যাকে সামনে পেয়েছে তাকেই। ওদের নির্যাতন থেকে নিস্তার মেলেনি মীর্জা আব্বাসের বৃদ্ধা মায়েরও। এ যেন মনে করিয়ে দেয় বাকশালী নির্যাতনের কথা, যখন সন্তানের মাথা কেটে দিতে পিতাকে বাধ্য করেছিল বাকশালীরা, পিতার সামনেই সন্তানের কাটামুন্ডু দিয়ে ফুটবল খেলেছে রক্ষীবাহিনী। আজ আবারো সেই রক্ষীবাহিনীর পদধ্বনি শুনতে পাচ্ছে বাংলাদেশ। আজো বাকশালের প্রতাত্মাগুলো ছাত্রলীগ আর যুবলীগ ঘাড়ে ভর করে রক্ষীবাহিনীর নির্মমতায় রক্তাক্ত করতে চায় বাংলাদেশ।

ভিডিও ফুটেজে দেখা যায় র‌্যাব বেড়ধক পিটিয়েছে মীর্জা আব্বাসের পরিবারের সদস্যদের। অথচ র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মো. সোহায়েল শীর্ষ নিউজ ডটকমকে জানান, মির্জা আব্বাসের বাড়িতে কোনো অভিযান চালানো হয়নি। তাহলে কারা চালালো বর্বরোচিত নীপিড়ন? আওয়ামী লীগের উচ্ছৃংখল গুন্ডাবাহিনী ছাত্রলীগ হরতাল প্রতিরোধের ঘোষণা দেয়। হরতালের দিন তারা দেশের বিভিন্নস্থানে চালিয়েছে পৈশাচিত তান্ডক। ছাত্রলীগের সন্ত্রাসে আতংকিত সাধারণ মানুষ হরতালে রাস্তায় বের হতে সাহসী হয় নি, হরতাল সফল হওয়ার এটিও একটি বড় কারণ। ছাত্রলীগের এমন অপকর্মে বিব্রত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ, যুবলীগের অকপর্কের দায় নেবে না আওয়ামী লীগ। সবকিছু এ ইংগিতই বহন করে যে, মির্জা আব্বাসের বাড়ীতে র‌্যাবের পোষাকে নির্মম র্নিযাতন চালিয়েছে ছাত্রলীগ।

Thursday 25 March 2010

Propaganda: Golap rejects any link with Jamat top orders



Source: DTV Bangladesh 25/03/2010 News 10:00PM

Friday 12 March 2010

Spotlight on unlawful killings, political violence



Read a report at
http://bdnews24.com/details.php?id=155606&cid=2