Friday 13 August 2010

বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে জামায়াতকে রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম



ঢাকা, ১৩ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে জামায়াতকে রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেছেন, ‘বিএনপি ও জামায়াত ঘাতক দল। তারা এক ও অভিন্ন।’

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে শোক দিবস উপলক্ষ্যে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদ আয়োজিত ’৭২- এর সংবিধান প্রবর্তন করো: যুদ্ধাপরাধী ঘাতকদের ফাঁসি চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে জিয়াউর রহমানের বাকি রেখে যাওয়া কাজ সম্পন্ন করছেন খালেদা জিয়া। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মন্ত্রিসভায় যুদ্ধাপরাধী ছিল বলেও অভিযোগ তার।

তিনি বলেন, ‘লক্ষ করলে দেখবেন যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের মধ্যে জামায়াতপন্থি রয়েছেন পাঁচজন, বাকি পঁচিশজনই বিএনপিপন্থী।’

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে ‘মূল নায়ক’ হিসাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মামলার প্রক্রিয়া শুরুর আগেই জিয়া মৃত্যুবরণ করেন, তাই তাকে আসামি করা যায়নি। যেমন আসামি করা যায়নি মোশতাককেও।’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা একটি স্বচ্ছ বিচার করতে চাই। আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে চাই। কোন প্রশ্নবিদ্ধ বিচার আমরা করতে দেব না।’

যুদ্ধাপরাধের বিচারের নামে কোন রাজনৈতিক ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না বলেও জানান কামরুল। তিনি বলেন, যাদের বিচার করা হবে তারা প্রকৃত যুদ্ধাপরাধী।

মুক্তিযোদ্ধা কল্যাণ কেন্দ্রের চেয়ারম্যান কবি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের চেয়ারপারসন মিলি রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের মীর হোসাইন আক্তার, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম প্রমুখ।
http://rtnn.net/details.php?id=26817&p=1&s=3